আউশ চাষে প্রণোদনা পেলেন উখিয়ার ২০০ কৃষক

সংবাদ বিজ্ঞপ্তি :

কক্সবাজারের উখিয়ায় আউশ প্রণোদনা কর্মসূচির আওতায় ২০০ জন কৃষকের মধ্যে বীজ ও রাসায়নিক সারসহ বিভিন্ন কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (৩০ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা পরিষদ চত্বরে এসব কৃষি উপকরণ বিতরণ করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নিজাম উদ্দিন।

এসময় উপস্থিত ছিলেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হোসেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সালেহ আহমদ, উপজেলা ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন্নেছা বেবী প্রমুখ।

উখিয়া উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নিজাম উদ্দিন জানান, আউশ চাষাবাদ বাড়াতে চলতি ২০২৪-২৫ অর্থ বছরের আউশ প্রণোদনা কর্মসূচির আওতায় এ উপজেলার ২০০ জন কৃষককে পাঁচ কেজি করে বীজ, ১০ কেজি করে ডিএপি ও ১০ কেজি করে এমওপি সার বিনামূল্যে দেওয়া হচ্ছে।

এসব উপকরণ পাওয়ার পর কৃষকরা যথাযথ ব্যবহার করে চাষাবাদ করলে একদিকে আউশ ধানের ফলন বৃদ্ধি পাবে, অন্যদিকে কৃষকরা খাদ্য চাহিদা মেটানোসহ অর্থনৈতিকভাবে লাভবান হবেন।

আরও খবর