নিজস্ব প্রতিবেদক :
কক্সবাজারের টেকনাফ থানাধীন বড় হাবিবপাড়া ও ঝর্ণাচত্ত্বর এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবা উদ্ধারসহ নিজামুদ্দিন ফয়সাল ফাতেমা বেগম নামের ২ মাদক কারবারী ১গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী কে গ্রেফতার করেছে কক্সবাজার র্যাব-১৫৷
রবিবার (২৮ এপ্রিল ২০২৪) বিকাল ৫.৩০ ঘটিকার সময় টেকনাফ বড় হাবিব পাড়া ও ঝর্ণাচত্ত্বর এলাকায় এই অভিযান পরিচালনা করে র্যাব৷
রবিবার (২৮ এপ্রিল ২০২৪) বিকাল ৫.৩০ ঘটিকার সময় টেকনাফ বড় হাবিব পাড়া ও ঝর্ণাচত্ত্বর এলাকায় এই অভিযান পরিচালনা করে র্যাব৷
আটককৃত আফসার প্রকাশ ফয়সাল (২৫) (মায়ানমার নাগরিক)মংডু, সুজেয়া, ধলিয়াপাড়া এলাকার-নুর আলম’র ছেলে ফাতেমা খাতুন (৩৮), কক্সবাজার টেকনাফ সদর ইউনিয়নের বড় হাবির পাড়া এলাকার পিতা-বছির আহাম্মদ’র মেয়ে৷আসামী নিজাম উদ্দিন (২০), কক্সবাজার টেকনাফ সদর ইউনিয়নের মহেশখালিয়াপাড়া, ৫নং ওয়ার্ড,এলাকার-মমতাজ মিয়ার ছেলে ৷
কক্সবাজার র্যাব -১৫ একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ সদর ইউনিয়নের হাবিব পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে
স্থানীয় ইউনূসের সেমিফাঁকা বসত বাড়ির সামনে উপস্থিত হলে র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় ফয়সাল এবং ফাতেমা খাতুন কে গ্রেফতার করি ৷
আটককৃত মহিলার বসতঘর তল্লাশী করে তার শয়ন কক্ষের খাটের নিচে থাকা কালো রংয়ের পলিথিন ব্যাগ হতে সর্বমোট ১০,০০০ (দশ হাজার) পিস ইয়াবা উদ্ধার এবং মাদক বিক্রয়ের নগদ ৪,৮৫,৫০৫/- (চার লক্ষ পঁচাশি হাজার পাঁচশত পাঁচ) টাকা জব্দ করা হয়।
গ্রেফতারকৃত ফয়সাল মিয়ারমার নাগরিক বলে স্বীকার করে এবং মিয়ানমার থেকে বিভিন্ন মাদকদ্রব্য এনে ইয়াবা বিক্রয়ের জন্য সে বাড়িতে অবস্থান করছিল মর্মের সাক্ষীদের সম্মুখে স্বীকার করে ৷
অপরদিকে কক্সবাজার জেলার টেকনাফ থানার জিআর নং-৭৩৯/২১,ধারা-দ্রুত বিচার আইন ৪/৫ মোতাবেক গ্রেফতারী পরেয়ানাভুক্ত আসামী নিজাম উদ্দিন (২০) ( অুনমান ২০.৩০ ঘটিকার সময় র্যাব-১৫, টেকনাফ ক্যাম্পের আভিযানিক দল টেকনাফ থানাধীন ঝর্ণাচত্ত্বর এলাকা থেকে গ্রেফতার করতে সক্ষম হয়।
অতিরিক্ত পুলিশ সুপার ল এন্ড মিডিয়া মোঃ আবু সালাম চৌধুরী জানান, উদ্ধারকৃত মাদকসহ গ্রেফতারকৃত মাদক কারবারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থে কক্সবাজার জেলার টেকনাফ মডেল থানায় লিখিত এজাহার দাখিল এবং গ্রেফতারী পরেয়ানাভুক্ত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-