নিজস্ব প্রতিবেদক :
কক্সবাজারের ঈদগাঁওতে ইউনিয়ন পরিষদ নির্বাচনের বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে।
রবিবার (২৮ এপ্রিল) রাতে উপজেলার নিয়ন্ত্রণ কক্ষ ঈদগাহ্ আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে বেসরকারিভাবে পাঁচটি ইউনিয়নের ফলাফল ঘোষণা করা হয়।
ঘোষিত ফলাফলে যারা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন তারা হলেন- ঈদগাঁও ইউনিয়নে সোহেল জাহান চৌধুরী (আনারস), তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন মোটরসাইকেল প্রতীক নিয়ে বর্তমান চেয়ারম্যান ছৈয়দ আলম, ইসলামপুর ইউনিয়নে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন দেলোয়ার হোসেন (আনারস), তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন ঘোড়া প্রতীক নিয়ে মো. শরীফ, ইসলামাবাদ ইউনিয়নে টেলিফোন প্রতীক নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আব্দুর রাজ্জাক, ঘোড়া প্রতীক নিয়ে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন সাবেক চেয়ারম্যান নুরুল হক, জালালাবাদ ইউনিয়নে রজনীগন্ধা প্রতীক নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মো. আলমগীর তাজ জনি, সিএনজি প্রতীক নিয়ে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন ফখর উদ্দিন ফরাজী কাজল এবং পোকখালী ইউনিয়নে ঢোল প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন রফিক আহমদ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন গিটার প্রতীকের সাইফ উদ্দিন।
কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া নির্বাচন ছিল অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-