ইমরান আল মাহমুদ:
উখিয়ায় জাতীয় শিক্ষা সপ্তাহপালিত হয়েছে। গতকাল রবিবার(২৮ এপ্রিল) সকালে উখিয়া বহুমুখী সরকারি উচ্চ বিদ্যালয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে ১৬টি ইভেন্টের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় উপজেলার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষ্যে উপজেলা পর্যায়ের এবারের প্রতিযোগিতায় ১৬টি ইভেন্টে যাচাই-বাছাই করা হচ্ছে। ইভেন্টসমূহ হচ্ছে কেরাত,হামদ/নাত,বাংলা রচনা প্রতিযোগিতা,ইংরেজি রচনা প্রতিযোগিতা,ইংরেজি বক্তব্য প্রতিযোগিতা,বাংলা কবিতা আবৃত্তি,বিতর্ক প্রতিযোগিতা (একক), দেশাত্মবোধক গান, রবীন্দ্রসংগীত, নজরুল সংগীত, উচ্চাঙ্গসংগীত/ লোকসংগীত (ভাওয়াইয়া, ভাটিয়ালী, পল্লীগীতি, লালনগীতি),জারীগান,নির্ধারিত বক্তৃতা(জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধ) নৃত্য (উচ্চাঙ্গ),লোক নৃত্য,তাৎক্ষণিক অভিনয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা(ভারপ্রাপ্ত) মোহাম্মদ উল্লাহ জানিয়েছেন,”এবারের জাতীয় শিক্ষা সপ্তাহে সারাদেশের ন্যায় উখিয়া উপজেলাতেও ১৬টি ইভেন্টের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রতিটি ইভেন্টে বিজয়ীদের জেলা পর্যায়ে অংশগ্রহণের জন্য পাঠানো হবে।”
যাচাই-বাছাইয়ের সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প কর্মকর্তা মেহেদী হাসান, একাডেমিক সুপারভাইজার মো. বদরুল আলম, উখিয়া বহুমুখী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হোসেন সিরাজী, উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক মেধু কুমার বড়ুয়া সহ শিক্ষকবৃন্দ।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-