উখিয়ায় ৬ বছরের সাজাপ্রাপ্ত আসামি খালেদা গ্রেফতার!

কক্সবাজার জার্নাল প্রতিবেদক :

কক্সবাজারের উখিয়ায় অভিযান চালিয়ে ৬ বছরের সাজাপ্রাপ্ত এক নারী আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গত ২৪ এপ্রিল (বুধবার) দিবাগত রাতে উপজেলার জালিয়াপালং ইউনিয়নের পাইন্যাশিয়া নতুন চর পাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তারকৃত আসামি খালেদা বেগম (২৮)। তিনি ওই এলাকার খাইরুল আমিনের মেয়ে ও শামসুল আলমের স্ত্রী।

জানা যায়, আসামি খালেদা বেগমের বিরুদ্ধে উখিয়া থানার এক মামলায় ৬ বছরের সাজাপ্রাপ্ত গ্রেপ্তারি পরোয়ানা মুলতবি ছিল।
যার মামলা নং : জিআর সাজা-৩৬৬/২০১৭, দায়রা নং-৪৭২/২০১৮।

খালেদাকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করতে অভিযান অব্যাহত রাখে উখিয়া থানা-পুলিশ। গত বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, আসামি খালেদা তাঁর বাড়িতে অবস্থান করছেন।

এ সংবাদের পরিপ্রেক্ষিতে উখিয়া থানার অফিসার ইনচার্জ মো. শামীম হোসেনের দিকনির্দেশনায় এসআই হোসনে মোবারক ও তাঁর টিম অভিযান চালিয়ে আসামি খালেদাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

আরও খবর