কাতারে ছাদ থেকে পড়ে কক্সবাজারের প্রবাসীর মৃত্যু

পেকুয়া প্রতিনিধি :

নির্মাণ কাজ করতে গিয়ে তিন তলা ছাদ থেকে পড়ে কাতার প্রবাসীর করুণ মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

নিহত প্রবাসী আবু হানিফ কক্সবাজারের পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের ১নং ওয়ার্ডের দক্ষিণ বকসচৌকিদার পাড়া এলাকার রফিক আহমদের পুত্র। গত ৬ মাস আগে আবু হানিফ শ্রমিক ভিসায় কাতারে পাড়ি জমায়।

বুধবার (২৪ এপ্রিল) বাংলাদেশ সময় দুপুর ২ টায় কাতারে এ ঘটনা ঘটে। জানা যায়, মাচাংয়ের উপর দাড়িয়ে বিল্ডিংয়ের নির্মাণ কাজ করছিল আবু হানিফ। এ সময় বাতাসে মাচাং নড়ে ওঠালে তিন তলা থেকে নিচে পড়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে স্থানী ইউপি সদস্য নুরুল আজিম জানান, কাতারে নির্মাণ কাজ করে গিয়ে আবু হানিফের মৃত্যু হয়, তার লাশ বর্তমানে কাতারের একটি হাসপাতালে রয়েছে, সব কাগজ পত্র ঠিক হলে সপ্তাহ দুয়েক মধ্যে লাশ দেশে আনা হতে পারে।

আরও খবর