বার্তা পরিবেশক :
কক্সবাজারের উখিয়ায় চলতি মৌসুমে বোরোর বাম্পার ফলন হয়েছে। উপজেলার পাঁচ ইউনিয়নের বোরো ধানের সোনালী শীষে ভরে গেছে কৃষকের খেত। বাতাসে দোল খাচ্ছে সোনালী বোরো ধানের শীষ।
এ মৌসুমে উপজেলার ৬৬০০ হেক্টর জমিতে বোরো চাষাবাদ হয়েছে। সেই হিসেবে প্রায় ৩৫ হাজার মেট্টিকটন ধানের ফলন আশা করছেন উখিয়া উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নিজাম উদ্দিন।
উখিয়ার বিভিন্ন বোরো ধানের ফসলি মাঠ সরেজমিন পরিদর্শন করে দেখা গেছে, মাঠের যেদিকেই চোখ মেলে দেখা যায় বোরো ধানের সোনালী ঢেউ।যা দেখে বোরো ধানচাষীদের প্রানেও আনন্দের ঢেউয়ের মতো খেলে যাচ্ছে। আর বোরোর বাম্পার ফলনে কৃষকের মুখে হাসির ঝিলিক। আর মাত্র কয়েকদিম পরেই প্রতীক্ষা, প্রকৃতি অনুকূলে থাকলে বাম্পার ফলন হবে কৃষকরা নিশ্চিত।
রত্নাপাল ইউনিয়নের ছাদৃকাটা গ্রামের কৃষক মোহাম্মদ আলমগীর বলেন, যারা একটু আগাম চাষ করেছে তাদের ধান পাক ধরেছে।কিছু এলাকায় ধান কাটা ও মাড়াইয়ের কাজ চলছে পুরোদমে।
বোরোর বাম্পার ফলনের বিষয়ে উখিয়া উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নিজাম উদ্দিন বলেন, চলতি মৌসুমে আবহাওয়া ভালো থাকা,সঠিক সময়ে বীজধান, সেচ প্রয়োগ সার প্রয়োগ পোকামাকড়ের আক্রমণ না হওয়ায় বোরোধানের বাম্পার ফলন হয়েছে। কৃষকদের এ বিষয়ে উপজেলা কৃষি অফিস থেকে সব ধরনের সহযোগিতা প্রদান করা হয়েছে। সব মিলিয়ে এবার সুন্দর পরিবেশ থাকায় বোরোর বাম্পার ফলন হয়েছে।
তিনি আরও বলেন, প্রত্যান্ত গ্রামগঞ্জের কৃষকের দোরগোড়ায় সেবা দিতে উপজেলা কৃষি বিভাগ বদ্ধপরিকর।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-