চকরিয়ায় বন্যহাতি পিষে মারল নারী কাঠুরিয়াকে

চকরিয়া প্রতিনিধি :

ফাইল ছবি

কক্সবাজারের চকরিয়ায় জ্বালানি কাঠ সংগ্রহ করতে গিয়ে দলছুট বন্যহাতির পায়ের তলায় পিষ্ট হয়ে মারা পড়েছেন এক নারী কাঠুরিয়া।

আজ মঙ্গলবার সকালে কক্সবাজার উত্তর বনবিভাগের সংরক্ষিত বনাঞ্চলের রিংভং ছগির শাহ কাটাস্থ ফাঁসিয়াখালী বন্যপ্রাণী অভয়ারণ্যের ভেতর এই ঘটনা ঘটে।

নিহত নারী কাঠুরিয়ার নাম জমিলা বেগম (৩৫)। তিনি ডুলাহাজারা ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের রিংভং ছগির শাহ কাটা গ্রামের শাহ আলমের স্ত্রী।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ডুলাহাজারা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাসানুল ইসলাম আদর বলেন, ‘প্রতিদিনের মতো ওই নারী কাঠুরিয়া মঙ্গলবার সকালে বনের ভেতর জ্বালানির কাঠ সংগ্রহ করতে যান। এ সময় দলছুট একটি বন্য হাতির সামনে পড়ে গেলে সেই হাতি পায়ের তলায় পিষ্ট করে মারে নারী কাঠুরিয়া জমিলাকে।’

কক্সবাজার উত্তর বনবিভাগের ফাঁসিয়াখালী রেঞ্জ কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়- খবর পেয়ে বনবিভাগের একটি দল ফাঁসিয়াখালী বন্যপ্রাণী অভয়ারণ্য এলাকা থেকে ওই নারীর লাশ উদ্ধার করে। এর পর আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ ফেরত দেওয়া হয়।’

আরও খবর