ক্রিয়েটিভ এক্সপ্লোর ফোরামের ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন

সংবাদ বিজ্ঞপ্তি :

রামুর জোয়ারিয়ানালা ইউনিয়নের অন্যতম যুব ও সামাজিক সংগঠন ক্রিয়েটিভ এক্সপ্লোর ফোরামের ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন হয়েছে। মাসব্যাপী বিভিন্ন ইফতার আয়োজনে অংশগ্রহণের পর নিজেদের সংগঠনের সদস্যদের সাথে চমকপ্রদ ইফতার মাহফিল সম্পন্ন করেছে তারা।

৯ এপ্রিল (মঙ্গলবার) ফোরামের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান তৌহিদুল ইসলামের বারেকের সভাপতিত্বে ও ফোরামের সমন্বয়ক ইঞ্জিনিয়ার ফয়সাল করিম জিহাদের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা ও মাননীয় হুইফ সাইমুম সরওয়ার কমল এমপির সহকারি একান্ত সচিব মিজানুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের বিজ্ঞ আইনজীবী এডভোকেট ওসমান সরওয়ার।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্যাংক কর্মকর্তা নজিবুল আলম, এনজিও ডেভেলপমেন্ট কর্মকর্তা ওমর ফারুক বাদল, ত্রিদিপ খেলাঘর আসরের নেতা মোক্তার আহমেদ, খলিফা উমর রাঃ মাদ্রাসার সহকারি শিক্ষক মাষ্টার মোহাম্মদ রাইহান, ফোরামের সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম, দপ্তর সম্পাদক মিনহাজুর রহমান, অর্থ সম্পাদক জাওয়াদ ফরহাদ, সদস্য কায়ছার উদ্দিন, সাইফুর রহমান, মোহাম্মদ ইব্রাহিম, সাদ্দাম হোসেন, ইউনুস উদ্দিন, দিদারুল আলম, নুরুল আলম, তাপহিম, মাহিন, ফয়সাল,ইমরান, আরমান, রিয়াদ, ইরফান, সাঈদ প্রমুখ।

অনুষ্ঠানে দেশ ও জাতীর মঙ্গল কামনায় বিশেষ দোয়া করা হয়।

আরও খবর