চকরিয়ায় ৫ বছরের সাজা ও ৯ কোটি টাকা অর্থদণ্ডপ্রাপ্ত আসামি আটক

কক্সবাজার জার্নাল প্রতিবেদক :

কক্সবাজারের চকরিয়ায় ৫ বছরের সাজাপ্রাপ্ত ও ৯ কোটি টাকা অর্থদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি লিয়াকত আলী (৪২)কে গ্রেপ্তার করেছে হারবাং পুলিশ ফাঁড়ির চৌকস আভিযানিক দল।।

মঙ্গলবার (৯ এপ্রিল) দুপুরে চকরিয়া পৌরসভা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেফতারকৃত লিয়াকত আলী এসএমচর কাকরা এলাকার আবুল খায়েরের ছেলে।

চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তার লিয়াকত আলী দুর্নীতি দমন কমিশনের মালি লন্ডারিং (জিআর-৪২৫/১৩) মামলার আসামি। ওই মামলার বিচারিক প্রক্রিয়া শেষে আদালত তার বিরুদ্ধে ৫ বছরের সাজা ও ৯ কোটি টাকা অর্থদণ্ডের রায় দেন।

রায়ের পর থেকে লিয়াকত বিভিন্ন এলাকায় পলাতক জীবন যাপন করে আসছেন। পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে হারবাং পুলিশ ফাঁড়ির এসআই মো. মহসীন চৌধুরী-পিপিএম সঙ্গীয় এসআই আল আমিন, এসআই সাকিব, এএসআই রাজীব ধর ফোর্সসহ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

ওসি আরও বলেন, গ্রেফতার লিয়াকতের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে সোপর্দ করা হবে।

আরও খবর