চুল কাটাতে গিয়ে মহেশখালীতে টমটমের ধাক্কায় শিশুর মৃ’ত্যু

মহেশখালী প্রতিনিধি :

মহেশখালীর পানির ছড়ায় রাস্তা পার হতে গিয়ে টমটমের ধাক্কায় রুবায়েদ হোসেন (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার ( ৬ মার্চ) বেলা দেড়টায় উপজেলার পানিরছড়া বটগাছ তলা নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

এসময় আহত রুবায়েদ কে উদ্ধার করে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

শিশুটির পরিবার জানায়, ঈদ উপলক্ষ্যে চুল কাটাতে সেলুনে যাচ্ছিলেন রুবায়েদ। এসময় রাস্তা পার হতে গিয়ে ঘাতক টমটম শিশুটির প্রাণ কেড়ে নেয়।

শিশু রুবায়েদের এমন মর্মান্তিক মৃত্যুতে তাঁর পরিবার ও এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

আরও খবর