নিজস্ব প্রতিবেদক :
উখিয়ার মরিচ্যা বাজার বাবসায়ী কল্যাণ সমবায় সমিতির উদ্যোগে ‘মরিচ্যা বাজারের প্রয়াত ব্যবসায়ীদের স্বরণে দোয়া ও ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে।
গতকাল শুক্রবার (৫ এপ্রিল) হলদিয়া পালং ইউনিয়নের ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য, মরিচ্যা বাজার ব্যবসায়ী কল্যাণ সমবায় সমিতির সভাপতি এম. মনজুর আলমের সভাপতিত্বে প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন হলদিয়াপালং ইমাম ও ওলামায়ে পরিষদের সভাপতি, কক্সবাজার ইমাম মুসলিম রির্জাজ সেন্টারের শায়খুল হাদিস হযরত মাওলানা আব্দুল গফুর নদিম।
বিশেষ আলোচক ছিলেন মরিচ্যা সুলাতানিয়া আজিজুল উলুম মাদ্রাসার নির্বাহী পরিচালক হযরত মাওলানা আজিজুর রহমান, মরিচ্যা বাজার কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম হযরত মাওলানা হাফেজ মাহমুদুল হাসান, গুরামিয়া গ্যারেজ বয়ানুল কুরআন মাদ্রাসার পরিচালক হযরত মাওলানা রেজাউল করিম আফজল। এতে প্রধন অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উখিয়া বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি একরামুল হক।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কোটবাজার বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মো. খোরশেদ আলম বাবুল, সাধারণ সম্পাদক আব্দুর রহমান, হলদিয়া পালং ২নং ওয়ার্ডের ইউপি সদস্য বোরহান উদ্দিন, এড. আব্দুর রহিম, হলদিয়াপালং ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহজাহান সাজু, হলদিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি মো. ইসলাম, হলদিয়া ১নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি নজির আহম্মদ, সমিতির যুগ্ন সম্পাদক, সোহেল রানা, ফারুক, অর্থ সম্পাদক হাফেজ ইকবাল নির্বাহী সদস্য জসিম উদ্দীন, মো. ইউসুফ বাবু, জয়নাল আবদীন হাজারী, ইউসুফ আলী, মো. আলম কোম্পানি প্রমুখ। সভায় বক্তারা মরিচ্যা বাজারে আগত ক্রেতা ও বিক্রেতাগন নির্বিঘ্নে মালামাল ক্রয় ও বিক্রয়ের জন্য শতভাগ সহযোগিতার আশ্বাস দেন।
উক্ত সভায় মরিচ্যা বাজারের প্রয়াত ব্যবসায়ী যত্রাক্রমে, সাবেক মেম্বার ফজল করিম, তমিজ আহমদ, নুরুল হক, ডা. মদন মোহন সরকার, ডাঃ মৃদুল কান্তি পাল, ডাঃ রঞ্জিত বড়ুয়া, নুরুল ইসলাম, ছৈয়দ আহমদ, ফরিদুল আলম, জসিম উদ্দিন, মো. সিরাজ, ফরিদ আলম, রশিদ আহমদ (কালা মাষ্টার) ও কালা মিয়া সওদাগরের স্বরণে বিশেষ দোয়া পরিচালনা করেন মাওলানা রেজাউল করিম আফজল।
এসময় দোয়া ও মোনাজাতে প্রয়াত ব্যবসায়ীর পরকালীন শান্তি কামনা ও ব্যবসায়ীদের সাফল্য কামনা করেন। দোয়া ও ইফতার মাহফিল পরিচালনা করেন মরিচ্যা বাজার ব্যবসায়ী কল্যাণ সমবায় সমিতির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সওদাগর।##
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-