কুতুব‌দিয়ায় পা‌নিতে ডুবে ভাই-‌বোনের মৃ’ত্যু

কুতুব‌দিয়া প্রতিনিধি :

কক্সবাজা‌রের কুতুব‌দিয়ায় পা‌নি‌তে ডু‌বে দুই শিশুর মৃত‌্যু হ‌য়ে‌ছে। বৃহস্প‌তিবার ( ৪ এ‌প্রিল) বিকা‌লে উপ‌জেলার লেমশীখালী ইউ‌নিয়‌নের নয়া‌ঘোনা গ্রা‌মে পা‌নি ডুবির ঘটনা ঘ‌টে। নিহত দুই শিশু আপন ভাই-‌বোন ব‌লে জানা গে‌ছে।

প্রত‌্যক্ষদর্শী ও হাসপাতাল সুত্র জানায়, বৃহস্প‌তিবার বিকাল সা‌ড়ে ৩ টার দি‌কে লেমশীখালীর নয়াঘোনা গ্রা‌মের মো: দিদা‌রের মে‌য়ে শা‌হিদা আক্তার(১১) ও শিশু পুত্র রা‌কিবুল হাসান (৬) বা‌ড়ির পা‌শের পুকু‌রে গোসল কর‌তে‌ গি‌য়ে তলী‌য়ে যায়।

প‌রে তা‌দের‌কে পুকুর থে‌কে উদ্ধার ক‌রে উপ‌জেলা হাসপাতা‌লে নেয়া হ‌লে কর্তব‌্যরত চিকিৎসক শিশু দু’‌টি মৃত ব‌লে জানান।

কর্তব্যরত চিকিৎসক ডা: শোভন দাস জানান, পানিতে ডুবে যাওয়া দু’শিশুকে পরীক্ষা-নিরীক্ষা করে দেখা যায় হাসপাতালে আনার আগেই দু’জনের মৃত্যু হয়েছে।

আরও খবর