বান্দরবান প্রতিনিধি :
কক্সবাজার দক্ষিণ বন বিভাগের উখিয়া রেঞ্জের দোছড়ি বিট কর্মকর্তা মো. সাজ্জাদুজ্জামান সজলকে গত ৩১ মার্চ (রোববার) ভোররাত সাড়ে ৩টার দিকে দায়িত্ব পালনকালে পাহাড় খেকোরা ডাম্পারের চাকায় পিষিয়ে নির্মমভাবে হত্যা করার প্রতিবাদ ও খুনিদের বিচারের দাবীতে বান্দরবান জেলা বন বিভাগের সর্বস্তরের কর্মকর্তা কর্মচারীরা বান্দরবান প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছেন।
এসময় উপস্থিত সকলে এই ঘটনার তীব্র নিন্দা জানান এবং মৃত ব্যাক্তির আত্নার মাগফেরাত ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। অবিলম্বে হত্যাকারীদের গ্রেফতার করার জন্য আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের প্রতি অনুরোধ জানান এবং সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন।
মানববন্ধনে বান্দরবান বন বিভাগের বিভিন্ন শ্রেণীর কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-