উখিয়ায় পুলিশের গাড়ির ধাক্কায় শিশু নিহত: মায়ের আহাজারিতে ভারী হাসপাতাল প্রাঙ্গণ!

আবদুল্লাহ আল আজিজ, কক্সবাজার জার্নাল :


কক্সবাজারের উখিয়ায় আর্মড পুলিশ ব্যাটালিয়ন (৮ এপিবিএন) এর গাড়ীর ধাক্কায় মো. সাজ্জাদ (৮) এক শিশু নিহত হয়েছে।

৩১ মার্চ (শনিবার) রোববার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।

উখিয়া থানার অফিসার ইনচার্জ মো. শামীম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিবারের সাথে কথা বলে লাশ হস্তান্তর করা হয়েছে।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, রাত আনুমানিক ৯টার দিকে সাজ্জাদ নামের শিশুটি মায়ের সাথে রাস্তায় দাঁড়িয়েছিল। এমতাবস্থায় দ্রুত গতির একটি সাদা রংয়ের মাইক্রোবাস যার নম্বর (ঢামে- চ-৫৩-২৩৩৯), তাকে ধাক্কা দেয়। এতে সাজ্জাদ গুরুতর আহত হয়।

পরে স্থানীয়রা গাড়ীটিকে আটক করলেও পরে গাড়িতে থাকা এক পুলিশ কর্মকর্তা হুংকার দিয়ে ধমক দেয়।

এদিকে শিশুটিকে উদ্ধার করে দ্রুত উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এসময় শিশু পুত্রের মৃত্যুর খবর শুনে মায়ের আর্তনাদে গোটা হাসপাতাল এলাকায় আকাশ-বাতাস ভারী হয়ে উঠে।

নিহত শিশুটি রাজাপালং ইউনিয়নের তুতুরবিল এলাকার রফিক আলমের ছেলে।

আরও খবর