কক্সবাজারে বিজিবির ইফতার পেলেন পাঁচ শতাধিক হতদরিদ্র

সংবাদ বিজ্ঞপ্তি :

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে পাঁচ শতাধিক হতদরিদ্র ও অস্বচ্ছল মানুষের মাঝে ইফতার বিতরণ করেছে বিজিবি কক্সবাজার রিজিয়ন।

মঙ্গলবার (২৬ মার্চ) বিকেলে কক্সবাজার শহরের বিজিবির কক্সবাজার রিজিয়ন দপ্তরের প্রশিক্ষণ মাঠে এ ইফতার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিজিবির সংশ্লিষ্টরা জানিয়েছেন, পবিত্র রমজান মাসে প্রতিবছর বিজিবির উদ্যোগে হতদরিদ্র ও অস্বচ্ছল মানুষের ইফতার বিতরণ করা হয়ে থাকে। তারই ধারাবাহিকতায় মঙ্গলবার মহান স্বাধীনতা দিবস উপলক্ষে পাঁচ শতাধিক মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে। ভবিষ্যতেও বিজিবি সামাজিক কর্মসূচি নিয়ে মানুষের পাশ থাকবে।

অনুষ্ঠানে বিজিবি কক্সবাজার রিজিয়নের কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল মো. মোরশেদ আলমসহ উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও খবর