কক্সবাজার ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশনের নতুন কমিটি গঠিত

নিজস্ব প্রতিবেদক :

কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের টেলিভিশন সাংবাদিকদের ইউনিটি কক্সবাজার ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশনের নতুন কমিটি গঠণ করা হয়েছে। সোমবার বিকাল ৪ টায় কক্সবাজার প্রেসক্লাবে আয়োজিত সাধারণ সভা শেষে ৭ সদস্য বিশিষ্ট নতুন এই কমিটি ঘোষণা করেন কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু তাহের।

সর্বসম্মিতক্রমে ঘোষিত কক্সবাজার ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশনের নতুন কমিটিতে পুন:রায় সভাপতি নির্বাচিত হয়েছেন মো. নজিবুল ইসলাম, সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন মাছরাঙা টেলিভিশনের কক্সবাজার জেলা প্রতিনিধি সুনীল রড়–য়া ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সময়টিভির কক্সবাজার ব্যুরো প্রধান সুজাউদ্দিন রুবেল।

কক্সবাজার ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশনের সদ্য বিদায়ী সাধারণ সম্পাদক আহসান সুমনের সঞ্চালনায় সভায় কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহেদ সরওয়ার সোহেল, সাংগঠনিক সম্পাদক ফরহাদ ইকবাল, কোষাধ্যক্ষ মোহাম্মদ জুনাইদ, প্রচার ও দপ্তর সম্পাদক নুপা আলম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

আরও খবর