কবরের ওপর হাঁটাচলার বিধান

বিশেষ প্রয়োজন ছাড়া কবরের ওপর হাঁটাচলা করা, কবর পায়ে মাড়ানো মাকরুহ।

জাবের রা. বলেন,
نَهَى النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ تُجَصَّصَ القُبُورُ، وَأَنْ يُكْتَبَ عَلَيْهَا، وَأَنْ يُبْنَى عَلَيْهَا، وَأَنْ تُوطَأَ
নবিজি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) কবর পাকা করা, তার ওপরে লেখা, কবরের ওপর বাড়ি নির্মাণ করা এবং তা পদদলিত করা থেকে নিষেধ করেছেন। (সুনানে তিরমিজি)

বড় কবরস্থানগুলোতে অনেক সময় কোনো কবরের কাছে পৌঁছার জন্য অন্য কবর মাড়িয়ে যাওয়া ছাড়া উপায় থাকে না। এ রকম ক্ষেত্রে মৃত ব্যক্তির দূরে দাঁড়িয়ে দোয়া করাই সমীচীন। কবরের কাছে দাঁড়িয়ে দোয়া করার জন্য অন্য কবর পদদলিত করা মাকরুহ হবে।

আরও খবর