উখিয়ায় অ’স্ত্র-গু’লিসহ আরসা স’ন্ত্রাসী গ্রেফতার

উখিয়া প্রতিনিধি :

কক্সবাজারের উখিয়ার পালংখালী ইউনিয়নের জামতলী বাজার এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র-গুলিসহ এক আরসা সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫। এসময় তার কাছ থেকে ১টি দেশীয় তৈরি এলজি ও ৩ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত উখিয়ার জামতলী রোহিঙ্গা ক্যাম্পের এইচ ব্লকের বাসিন্দা মোহাম্মদের ছেলে মোহাম্মদ জোবায়ের (২৮)।গ্রেফতারকৃত আসামিকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়।

বৃহস্পতিবার (২১ মার্চ) রাতে উখিয়ার জামতলী বাজারে এ অভিযান চালানো হয়। কক্সবাজার র‍্যাব-১৫ এর সহকারী পরিচালক মো. আবু সালাম চৌধুরী স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেফতারকৃত মোহাম্মদ জোবায়ের জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিক। সে ২০১৭ সালে কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহ পরীর দ্বীপ হয়ে বাংলাদেশে প্রবেশ করে। এরপর থেকে উখিয়ার জামতলী রোহিঙ্গা ক্যাম্পে বসবাস শুরু করে।

পরবর্তীতে ২০২০ সালে আরসায় যোগদান ও আরসার হয়ে আধিপত্য বিস্তারের লক্ষ্যে নানাবিধ অপরাধমূলক কর্মকান্ডে লিপ্ত ছিল।

আরও খবর