বালু নিতে গিয়ে ডাম্পার উল্টে চালকের মৃত্যু

বোয়ালখালী প্রতিনিধি :

পটিয়া থেকে বোয়ালখালীতে বালু নিতে যাওয়ার পথে ডাম্পার ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে ধানি জমিতে পড়ে আজিজুর রহমান (৩৮) নামের এক ডাম্পার চালকের মৃত্যু হয়েছে।

গতকাল বৃহস্পতিবার ভোর পাঁচটার দিকে চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কানুনগোপাড়া শ্রীপুর বুড়া মসজিদ সংযুক্ত সড়কের পিউর ডেইরি ফার্মের পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত আজিজুর রহমান পটিয়া ধলঘাট ইশাখাইন এলাকার মো. শফিউর রহমান সওদাগরের দ্বিতীয় ছেলে।

স্থানীয়রা বলেন, ভোরে খালি ডাম্পার নিয়ে বের হয়েছেন তিনি। পথে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে ধানি জমিতে পড়ে যান। গাড়ির ভিতর চাপা পড়ে ঘটনাস্থলে মারা যান তিনি। গাড়িটি তাদের নিজস্ব ছিল বলে জানা যায়। স্থানীয়রা আরও বলেন, ডাম্পারে করে বিভিন্ন জায়গায় মাটি নিয়ে যাওয়ার সময় সড়কের বিভিন্ন স্থানে মাটি পড়ে। বৃষ্টি পড়ায় সড়ক পিচ্ছিল হয়ে যাওয়ার কারণে এ দুর্ঘটনাটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

অপরদিকে বেপরোয়াভাবে গাড়ি চালানোর কারণেও এ দুর্ঘটনা হতে পারে। পারিবারিক সূত্রে জানা যায়, সে ভোরে বোয়ালখালীর শ্রীপুর এলাকার কর্ণফুলী খাল থেকে বালু আনতে যাওয়ার পথে মারা যায়। পরে খবর পেয়ে তারা তার লাশ বাড়িতে নিয়ে যাওয়া হয়।

বোয়ালখালী থানার ওসি আছহাব উদ্দীন বলেন, ডাম্পারটি নিজে থেকেই নিয়ন্ত্রণ হারিয়ে বিলে পড়ে গেছে এবং সে গাড়ি চাপা পড়ে। পুলিশ যাওয়ার আগেই তাকে তাঁর বাড়ি পটিয়াতে নিয়ে গেছে।