উখিয়ায় প্রশাসনের অভিযান, লক্ষাধিক টাকা জরিমানা আদায়

কক্সবাজার জার্নাল রিপোর্ট:


উখিয়ায় মোবাইল কোর্ট পরিচালনা করে ৩টি মামলায় ১লাখ ২০হাজার টাকা জরিমানা আদায় করেছে প্রশাসন।

বৃহস্পতিবার(২১ মার্চ) দুপুরে বিএসটিআই কক্সবাজার অফিসের পরিদর্শক রনজিত মল্লিক ও উখিয়া থানা পুলিশের সহযোগিতায় পরিচালিত অভিযানের নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) সালেহ আহমদ।

অভিযানে রাজাপালং ইউনিয়নের ডিগলিয়া এলাকায় লাইসেন্স ছাড়া-ই ব্যাটারি পানি তৈরি ও বাজারজাত করার দায়ে ৫০হাজার টাকা, কোর্টবাজার রবিন চানাচুর ফ্যাক্টরি থেকে ২০হাজার টাকা ও মরিচ্যা বাজারে নোমান এন্ড কামাল বেকারি থেকে ৫০হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযানের সত্যতা নিশ্চিত করে নির্বাহী ম্যাজিষ্ট্রেট সালেহ আহমদ জানান,” বৃহস্পতিবার রাজাপালং ইউনিয়নের ডিগলিয়া পালং, কোর্টবাজার ও মরিচ্যা স্টেশনে অভিযান পরিচালনা করে ওজন পরিমাপ মানদণ্ড আইনে ৩টি মামলায় ১লাখ ২০হাজার টাকা জরিমানা আদায় করা হয়। উপজেলা প্রশাসনের নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা কার্যক্রম অব্যাহত থাকবে।

আরও খবর