উখিয়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক :

কক্সবাজারের উখিয়ার পালংখালী ইউনিয়নের ভাদিতলা এলাকায় পুকুরে ডুবে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

উখিয়ার পালংখালী ইউনিয়নের ভাদিতলা গ্রামের আবদুল আজিজের ছেলে আমিনুল ইসলাম (৯)। শুক্রবার (১৫ মার্চ) দুপুর বারোটার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় নুরুল বশর বলেন, বাড়ীর পাশ্ববর্তী একটি পুকুরে গোসল করতে গেলে সে ডুবে যায়। পরে সেখান থেকে স্থানীয়রা উদ্ধার করে এমএসএফ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা দেন।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

আরও খবর