মরিচ্যা চেকপোস্টে ইয়াবাসহ ধরা দুই মাদক কারবারি!

নিজস্ব প্রতিবেদক :

কক্সবাজার-টেকনাফ মহাসড়কের মরিচ্যা যৌথ চেকপোস্টে যাত্রীবাহী অটোরিকশা গাড়িতে তল্লাশি চালিয়ে ১০ হাজার পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেফতার করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়ান।

এ সময় ১টি অটোরিকশা ও ৩টি মোবাইল সেট উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- টেকনাফ উপজেলার নয়াপাড়া গ্রামের মোঃ জকির আহমদের ছেলে গাড়ি চালক হেলাল উদ্দিন (২৮) ও টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের কানজরপাড়া গ্রামের আবদুল করিমের ছেলে মোহাম্মদ আবদুল্লাহ (২৮)।

বৃহস্পতিবার (১৪ মার্চ) রাতে কক্সবাজার-টেকনাফ সড়কের মরিচ্যা যৌথ চেকপোস্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে টেকনাফ হতে কক্সবাজারগামী একটি সিএনজি গাড়ি তল্লাশি চালিয়ে তাদের আটক করেন বর্ডার গার্ড ব্যাটালিয়ান।

আজ শুক্রবার সকালে কক্সবাজারের রামু থানায় তাদের হস্তান্তর করা হয় বলে ৩০ বিজিবির অধিনায়ক কর্নেল সৈয়দ ওয়াহিদুজ্জামান তানজিদ জানিয়েছেন।

আরও খবর