পবিত্র রমজানে অসামাজিক কার্যকলাপ, ৫ জন আটক

চট্টগ্রাম :

চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানা পুলিশের অভিযানে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকায় আটক ৫ জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১৫ মার্চ) দুপুরের দিকে কোতোয়ালী থানা পুলিশের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

এরআগে গত বৃহস্পতিবার তাদেরকে আটক করা হয়। তাদের মধ্যে ৩ জন পুরুষ ও ২ জন মহিলা রয়েছে।

কোতোয়ালী থানার ওসি ওবাইদুল হক আজাদীকে বলেন, অভিযান পরিচালনা করে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকায় ৩ জন পুরুষ ও ২ জন মহিলা সহ ৫ জনকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি।

আরও খবর