রোহিঙ্গা ক্যাম্পে চায়ের দোকানে আগুন, দগ্ধ ১

টেকনাফ প্রতিনিধি :

কক্সবাজারের টেকনাফের নয়াপাড়া নিবন্ধিত শরণার্থী শিবিরে চায়ের দোকানে অগ্নিকাণ্ডে এক রোহিঙ্গা দগ্ধ হয়েছেন।

বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে নয়াপাড়া মৌচনি নিবন্ধিত ক্যাম্পের চায়ের দোকানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে। এসময় আগুন নেভাতে গিয়ে দোকানদার আমির হাকিম (৪২) দগ্ধ হন। তিনি বর্তমানে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন।

এ বিষয়ে টেকনাফ নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পের চেয়ারম্যান মোহাম্মদ ইসমাইল বলেন, ‘রাতে হঠাৎ করে ক্যাম্পে হাকিমের চায়ের দোকানে আগুন লাগে। পরে আাশপাশের লোকজন এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় দোকানের মালিক আমির হাকিম গুরুতর আহত হয়েছেন। গ্যাস সিলিন্ডার থেকে আগুনের ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ইফরান ইউসুফ বলেন, ‘ক্যাম্প থেকে এক রোহিঙ্গাকে দগ্ধ অবস্থায় নিয়ে আসেন। তার মাথায় মারাত্মক আঘাত রয়েছে।

এ বিষয়ে টেকনাফের ১৬ এপিবিএনের পক্ষ থেকে কোন বক্তব্য পাওয়া যায়নি।

আরও খবর