কক্সবাজার প্রতিনিধি :
কক্সবাজারের ঈদগাওয়ে সংরক্ষিত ম্যানগ্রোভ বনাঞ্চলে চিংড়িঘের ও লবণ মাঠ নির্মাণের জন্যে প্যারাবনে মাটি কাটার সময় একজনকে আটক করেছে বন বিভাগ। এসময় মাটি কাটার স্কেভেটর নিয়ে পালিয়ে যায় আরও দুজন।
আটক হলো- কামরুল হাসান রবিন (২৭), সে নোয়াখালী জেলার এজবালিয়া উপজেলার ইসহাকপুর গ্রামের বাসিন্দা মোস্তফা কামাল এর ছেলে।
বুধবার (১৩ মার্চ) বেলা সাড়ে ১১ টার দিকে ঈদগাঁও উপজেলার গোমাতলী স্লুইসগেট এলাকার পশ্চিমে প্যারাবনে মাটি কাটার দায়ে তাকে আটক করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন গোরকঘাটা রেঞ্জ কর্মকর্তা আইয়ুব আলী।
তিনি জানান, স্কেভেটর দিয়ে প্যারাবনে মাটি কাটার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে ছুটে যায়। আমাদের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থলে পৌঁছার আগে পশ্চিম গোমাতলী এলাকার ইসহাকের ছেলে হানিফ (৩৮) সহ আরও দুজন স্কেভেটর নিয়ে পালিয়ে যায়। এ সময় স্কেভেটরের হেলপারকে আটক করা হয়েছে। তারা ম্যানগ্রোভ বনাঞ্চল ধ্বংস করে চিংড়ি ঘের ও লবণ মাঠ তৈরির চেষ্টা করছিল।
এবিষয়ে সংশ্লিষ্ট ধারায় আইনগত ব্যবস্থাগ্রহণ করা হয়েছে বলে জানান রেঞ্জ অফিসার আইয়ুব।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-