উখিয়ায় ১২ মামলায় ২ লাখ ২৫ হাজার টাকা জরিমানা ভ্রাম্যমান আদালতের

নিজস্ব প্রতিবেদক :

উপজেলা প্রশাসন, বাজার মনিটরিং কার্যক্রম এবং মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে উখিয়ায় ১২টি মামলায় ২ লাখ ২৫ হাজার টাকা জরিমানা আদায় করেছে।

পবিত্র রমজান মাসে দ্রব্য মূল্য নিয়ন্ত্রণে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হোসেন গতকাল সোমবার বিভিন্ন হাটবাজারে এই অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তাবভীর হোসেন জানান, মূল্য তালিকা না থাকায় কোর্ট বাজারে ৩টি গরুর মাংসের দোকান, ২টি মুরগির দোকান এবং একটি মুদির দোকানকে মোবাইল কোর্টের মাধ্যমে ৬টি মামলায় ৬০ হাজার টাকা অর্থদন্ড করা হয়।
এছাড়া অস্বাস্থ্যকর পরিবেশের কারণে২ টি রেস্টুরেন্টকে ২টি মামলায় ৪৫ হাজার টাকা অর্থদণ্ড এবং লাইসেন্স না থাকায় ইনানিতে ২টি আবাসিক হোটেল ও কোর্টবাজারে ২টি জুয়েলারি দোকানকে ৪টি মামলায় ১ লাখ ২০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

এ সময় উপজেলা স্যানেটারী কর্মকর্তা মোঃ নুরুল আলম , থানার সাব ইন্সপেক্টর ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা উপস্থিত ছিলেন।
ভোক্তা অধিকার আইনে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তা।

আরও খবর