নতুন প্রজন্মকে দেশ ও জাতীয় চেতনার সঙ্গে সম্পৃক্ত করতে ক্রীড়া ও সংস্কৃতি চেতনায় গড়ে তুলতে হবে: ইউএনও উখিয়া

 

আবদুল্লাহ আল আজিজ, কক্সবাজার জার্নাল :
বিপুল উৎসাহ উদ্দীপনায় অনুষ্ঠিত হলো থাইংখালী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা।

শনিবার (৯ মার্চ) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সিনিয়র শিক্ষক কমরুদ্দিন মুকুলের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তানভীর হোসেন।

বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি আহমদ উল্লাহ সওদাগরের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার বদরুল আলম, সাবেক সভাপতি শামসুল আলম সওদাগর, মোজাফফর আহমদ সওদাগর, সোলাইমান মেম্বার, প্রতিষ্ঠাতা সদস্য মাষ্টার ফরিদ আহমদ, মাষ্টার সাব্বির আহমদ, মুহাম্মদ মুছা, দাতা সদস্য আবুল মনজুর, অভিভাবক সদস্য আবদুস সাত্তার, ডা. কামাল উদ্দিন, শামসুল আলম, থাইংখালী বিট কর্মকর্তা বিকাশ দাশ, থাইংখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম এ রহিম হেলালি, সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ মোস্তফা কামাল, সহকারী শিক্ষক শাহ ইউনুস, আবু বকর, শুকলাল দাশ,বুলবুল আক্তার, মুর্তজা বেগম, রোকসানা বেগম, সাইদুর রহমান, শিহাব উদ্দিন, নুরন্নাহার প্রমূখ।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মো. তানভীর হোসেন বলেন, নতুন প্রজন্মকে দেশ ও জাতীয় চেতনার সঙ্গে সম্পৃক্ত করতে তাদের পরিপূর্ণভাবে ক্রীড়া ও সংস্কৃতি চেতনায় গড়ে তুলতে হবে। আমাদের তরুণরা খেলাধুলা ও সংস্কৃতি চর্চায় উৎকর্ষ অর্জনের মাধ্যমেই আন্তর্জাতিক বিভিন্ন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হবার মতো বিজয় অর্জন করবে।

তিনি আরও বলেন, প্রিয় কোমলমতি ছাত্র-ছাত্রী, পড়ালেখার পাশাপাশি তোমাদের খেলাধুলা, শরীরচর্চা, সংগীত, কবিতা আবৃতিসহ সব ধরনের পাঠক্রমিক কার্যক্রমে ভালো করতে হবে। তোমরাই আগামী দিনে আমাদের দেশ-জাতির ভবিষ্যৎ কর্ণধার।

অনুষ্ঠান শেষে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে প্রধান অতিথি পুরস্কার বিতরণ করেন।