কক্সবাজারে গ্রেফতারকৃত আসামিকে ছিনতাই!

চকরিয়া প্রতিনিধি :

চকরিয়া উপজেলার বিএমচর ইউনিয়নে পুলিশকে ধাক্কা দিয়ে জাফর আলম (৪০) নামের গ্রেফতারকৃত এক আসামিকে হাতকড়াসহ ছিনিয়ে নেওয়া হয়েছে বলে জানা গেছে।

মঙ্গলবার বেলা ১১টার দিকে বিএমচর ইউনিয়নের ছইন্ন্যারমারঘোনা দক্ষিণপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। জাফর আলম বিএমচর ইউনিয়নের ছইন্ন্যারমারঘোনা দক্ষিণপাড়া গ্রামের মৃত ছিদ্দিক ফকিরের ছেলে।

চকরিয়া থানা পুলিশ জানায়, মঙ্গলবার বেলা এগারোটার দিকে মাতামুহুরী পুলিশ তদন্ত কেন্দ্রের এএসাই ফয়েজ উদ্দিন ও একজন পুলিশ কনস্টেবলকে সঙ্গে নিয়ে অভিযান চালিয়ে সিআর মামলায় পরোয়ানাভুক্ত আসামি জাফর আলমকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে। পরে পুলিশ তাঁকে ফাঁড়িতে নিয়ে যাবার মুহূর্তে আসামি পক্ষের লোকজন এসে পুলিশের উপর হামলা করে। একপর্যায়ে তাঁরা পুলিশকে ধাক্কা দিয়ে হাতকড়াসহ গ্রেফতারকৃত আসামিকে ছিনিয়ে নিয়ে যায়।

স্থানীয় লোকজন দাবি করেন, পুলিশ জাফর আলমকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে ফাঁড়িতে নেয়ার মুহূর্তে সেখানে মামলার বাদিপক্ষের লোকজন চড়াও হয়ে আসামি জাফরকে মারধর করে। এ অবস্থা দেখে তাঁর পরিবার ও স্থানীয় লোকজন জড়ো হয়ে পুলিশের কাছ থেকে জাফরকে ছিনিয়ে নেন।

মাতামুহুরী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (আইসি) পরিদর্শক মো. মিজানুর রহমান বলেন, ‘জাফর আলমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল। তাঁকে গ্রেপ্তার করার পর ফাঁড়িতে নেয়ার মুহূর্তে তাঁর পরিবারের লোকজন ও স্থানীয় কিছু মানুষ পুলিশের কাছ থেকে তাঁকে ছিনিয়ে নিয়ে যায়।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, ‘হাতকড়াসহ ছিনিয়ে নেওয়া ওই আসামিকে গ্রেফতারে পুলিশের একাধিক টিম অভিযানে রয়েছে।’

সিনিয়র সহকারী পুলিশ সুপার (চকরিয়া সার্কেল) রকীব উর রাজা বলেন, ‘হাতকড়া নিয়ে আসামি ছিনিয়ে নেওয়ার বিষয়টি শোনার পর ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। আমরা এই বিষয়টি গুরুত্ব সহকারে দেখছি। পাশাপাশি আসামি গ্রেপ্তারে অভিযানে যাওয়া পুলিশ সদস্যদের কোনো গাফিলতি আছে কীনা তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাটি উর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করে দায়ীদের বিরুদ্ধে বিধিমোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।

আরও খবর