কক্সবাজারে লবণ বোঝাই ট্রাক-অটোরিকশার সংঘর্ষে যাত্রী নিহত

ডেস্ক রিপোর্ট :

কক্সবাজার সদর উপজেলার খুরুশকুলে লবণ বোঝাই ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছে।

সোমবার (৪ মার্চ) সন্ধ্যা ৭ টায় খুরুশকুল-চৌফলদন্ডী আন্তঃসড়কের বায়ু-বিদ্যুৎ প্রকল্প সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মনির আহমদ (৬৫) ঈদগাঁও উপজেলার ইসলামপুর ইউনিয়নের উত্তর খান ঘোনা এলাকার মৃত আবু শামার ছেলে।

এছাড়াও অটোরিকশার চালক ও এক যাত্রীসহ দুইজন আহত হয়েছে।

ওই ট্রাক চালককে ধরে স্থানীয়রা পুলিশের হাতে তুলে দিয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার সদর থানার ওসি মো. রকিবুজ্জামান।

আরও খবর