উখিয়ায় বনবিভাগের অভিযানে মাটি খেকোরা পালালেও ধরা পড়লো ডাম্পার!

কক্সবাজার জার্নাল প্রতিবেদক :

কক্সবাজারের উখিয়ায় সরকারি সংরক্ষিত বনভূমির পাহাড় কাটার পাহাড় কাটার সময় একটি ডাম্পার জব্দ করেছে বনবিভাগ।

মঙ্গলবার (৪ মার্চ) সকাল ১১ টার দিকে উখিয়া সদর বিটের আওতাধীন হাতিমোড়া (কিল্লামোড়া) এলাকায় রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলমের নেতৃত্বে সদর বিট কর্মকর্তা ইমদাদুল হাসান, দোছড়ি বিট কর্মকর্তা মো. সাজ্জাদুজ্জামান, থাইংখালী বিট কমকর্তা বিকাশ দাশ এ অভিযান পরিচালনা করেন। এসময় বনবিভাগের অন্যান্য স্টাফরা উপস্থিত ছিলেন।

সূত্রে জানা যায়, বনবিভাগের চৌকস কর্মকর্তারা বনজ সম্পদ রক্ষার্থে কঠোরভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে এবং পাহাড় কাটা, বনভূমি দখল, অবৈধ করাতকলসহ সরকারি মালামাল রক্ষায় উখিয়া রেঞ্জ নিয়মিত অভিযান অব্যাহত রেখেছে।

তারই ধারাবাহিকতায় হাতিমোরা এলাকায় সরকারি বনাঞ্চলের পাহাড় কাটার খবর পেয়ে তৎক্ষনাৎ সদর বিট কর্মকর্তা এমদাদুল হাসান রনি,দৌছড়ী বিট কর্মকর্তা মো. সাজ্জাদুজ্জান, থাইংখালী বিট কর্মকর্তা বিকাশ দাস স্টাফদের নিয়ে অভিযান পরিচালনা করলে ডাম্পার গাড়ি পেলে সু-কৌশলে অপরাধীরা পালিয়ে যায়।

উখিয়া সদর বিট কর্মকর্তা এমদাদুল হাসান রনি বলেন, সংরক্ষিত বনাঞ্চলে প্রবেশ করে মাটি কেটে গাড়িতে লোড করার আগেই ডাম্পার জব্দ করা রেঞ্জ হেফাজতে নিয়ে আসা হয়েছে।

এ বিষয়ে গাজী শফিউল আলন জানায়, পাহাড় খেকোরা খুবই ধূর্ত প্রকৃতির লোক। তারা পাহাড় কাটার সময় বিভিন্ন জায়গায় তাদের পালিত সোর্স বসিয়ে রাখে। যার কারণে আমাদের টিম অভিযানে যাওয়ার খবরে মাটিখেকোরা পালিয়ে যায়। তাই কাউকে আটক করতে পারিনি।তবে পাহাড় কাটায় জড়িতদের খোঁজ নিয়ে দ্রুত জব্দ গাড়ীসহ তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে বলে জানান এ কর্মকর্তা।

এদিকে স্থানীয় সূত্রে প্রাথমিকভাবে জব্দকৃত ডাম্পারের মালিক ওই এলাকার আলমগীরের বলে জানা গেছে।

আরও খবর