টেকনাফে আগুনে দগ্ধ হয়ে বৃদ্ধের করুণ মৃত্যু

গিয়াস উদ্দিন ভুলু,কক্সবাজার জার্নাল :

কক্সবাজারের-টেকনাফ উপজেলা সাবরাং ইউপিতে এক ঝুপড়ি ঘরে আগুন লাগার ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে প্রাণ হারালেন ৭৫ বয়সী এক বৃদ্ধ।

সোমবার (৪মার্চ) রাত ১০টার দিকে টেকনাফ সাবরাং ইউনিয়নের ৪নং ওয়ার্ড অন্তর্গত রাখাইন পাড়া এলাকায় এই ঘটনা ঘটে। অগ্নিদগ্ধ হয়ে মারা যাওয়া বৃদ্ধের নাম আবুল হোসেন। সে পুরাতন রোহিঙ্গা।

এদিকে ঝুপড়ি ঘরের আগুনের অগ্নি শিখা নিয়ন্ত্রণ করার জন্য স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দেন। তবে ফায়ার সার্ভিস কর্মীরা পৌঁছার আগেই ঝুপড়ি ঘরটি পুড়ে ছাই হয়ে যায়। ঝুপড়ি ঘরে থাকা বৃদ্ধ আবুল হোসেনও মারা যায়।

এবিষয়ে অত্র ওয়ার্ডের ইউপি সদস্য শামসুল আলম জানান, স্থানীয় লোকজনের কাছ থেকে আগুন লাগার খবর শুনে ঘটনাস্থলে পৌঁছে দেখতে একটি ঝুপড়ি ঘরটি আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। উক্ত ঘরে থাকা আবুল হোসেন নামে এক রোহিঙ্গা বৃদ্ধ অগ্নিদগ্ধ হয়ে মারা গেছে।

স্থানীয়দের দাবি মারা যাওয়া বৃদ্ধের সিগারেটের আগুন থেকে এই ঘটনার সুত্রপাত সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার (৫মার্চ) সকালে ঘটে যাওয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ ওসমান গণী জানান, আগুন লাগার খবর শুনে অত্র থানার এসআই মো.সোহেলের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে। এরপর অগ্নি শিখায় দগ্ধ হয়ে মারা যাওয়া বৃদ্ধের মৃতদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ।

লাশটির ময়নাতদন্ত রিপোর্ট তৈরি করার জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করার জন্য প্রক্রিয়া চলছে বলেও জানান ওসি।

আরও খবর