নিজস্ব প্রতিবেদক :
কক্সবাজারের উখিয়ায় যৌথ অভিযান চালিয়ে অবৈধ করাত কল ও গোলকাঠ জব্দ করেছে প্রশাসন। এসময় ১টি অবৈধ করাত কলের সরঞ্জাম ও বিশ ঘনফুট গোল কাঠ জব্দ করা হয়।
রোববার (৩ মার্চ) বিকাল সাড়ে চারটার দিকে উখিয়ার হলদিয়া বিটের আওতাধীন বড়বিল এলাকায় এ অভিযান চালানো হয়।
এ অভিযানে নেতৃত্ব দেন উখিয়া সহকারী কমিশনার ভূমি (নির্বাহী ম্যাজিস্ট্রেট) সালেহ আহমেদ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উখিয়া রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলম, হলদিয়া বিট কর্মকর্তা সৈয়দ আলম, দৌছড়ী বিট কর্মকর্তা মো: সাজ্জাদুজ্জামান, উখিয়া সদর বিট কর্মকর্তা, এমদাদুল হাসান রনি, থ্যাংখালী বিট কর্মকর্তা বিকাশ দাশ সহ বনকর্মীরা।
এ ব্যাপারে উখিয়া রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পাশাপাশি অবৈধভাবে গড়ে উঠা করাতকল/স’মিল উচ্ছেদ অভিযান নিয়মিত চলমান থাকবে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-