গিয়াস উদ্দিন ভুলু, টেকনাফ :
কক্সবাজার-টেকনাফের কাটাবুনিয়া এলাকা থেকে সীমান্ত প্রহরী বিজিবি সদস্যরা চিহ্নিত এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
এসময় ২টি প্লাস্টিকের ব্যাগ থেকে ১লাখ পিস ইয়াবাও উদ্ধার করতে সক্ষম হয় বিজিবি।
ধৃত ব্যাক্তি হলেন-সাবরাং ইউনিয়ন কাটাবুনিয়া এলাকার বাসিন্দা আব্দুল মাবুদের পুত্র মোহাম্মদ ওসমান (৩৪)।
শুক্রবার (১ মার্চ) দুপুরে অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন টেকনাফ ২ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো.মহিউদ্দিন আহামেদ।
তিনি প্রেস বার্তার মাধ্যমে সময়ের কন্ঠস্বরকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি জানতে পারে সাবরাং ইউপির অন্তর্গত কাটাবুনিয়া খুরেরমুখ উপকুল সংলগ্ন সাগর পথে দিয়ে মিয়ানমার হতে মাদকের একটি চালান এপার সীমান্তে প্রবেশ করবে।
উক্ত সংবাদের তথ্য অনুযায়ী,
শুক্রবার সকাল ৮টার দিকে বিজিবির অভিযানিক দল কাটাবুনিয়া স্লুইচ গেইট এলাকায় কৌশলগত অবস্থান গ্রহণ করে। এরপর বিজিবি সাগর উপকূলে একটি নৌকা থেকে দুটি ব্যাগ হাতে নিয়ে দুই জন ব্যাক্তিকে কাটাবুনিয়া সড়কের দিকে আসতে দেখে।
তাদের গতিবিধি সন্দেহজনক হলে অভিযানিক দল তাদেরকে চ্যালেঞ্জ করলে উক্ত ব্যক্তিরা দূর হতে বিজিবি উপস্থিতি টের পেয়ে তাদের হাতে থাকা ব্যাগগুলো ফেলে দিয়ে দ্রুত দৌড়ে পালানোর সময় মাদক ব্যবসায়ী ওসমানকে আটক করতে সক্ষম হয়।
পরবর্তীতে উক্ত এলাকা তল্লাশী করে, দু’টি প্লাস্টিকের ১ লাখ পিস ইয়াবাভর্তী দুটি প্লাস্টিকের ব্যাগ উদ্ধার করতে সক্ষম হয়।
আটক মাদক ব্যবসায়ী ও জব্দকৃত ইয়াবাসহ সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করার জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান বিজিবির এই কর্মকর্তা।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-