টেকনাফ প্রতিনিধি :
কক্সবাজারের টেকনাফের সৎ মাকে খুন করলো ছেলে। বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাত ৮ টার দিকে বাহারছড়া ইউনিয়নের মিয়া পাড়ায় এ ঘটনা ঘটে।
নিহত মায়ের নাম খুরশিদা বেগম (৪৫)। তিনি ওই এলাকার আবুল কাশেমের স্ত্রী।
বাহাছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মশিউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানিয়েছেন, পারিবারিক কলহের জের ধরে তাঁদের মধ্যে বাকবিতণ্ডা হয়৷ এসময় আবুল কাশেমের পুত্র নুরুল আমিন ভুট্টো তাঁর সৎ মা খুরশিদা বেগমকে ছুরিকাঘাত করে। এতে গুরুতর আহত হয়ে মাটিতে লুটে পড়েন তিনি। কিছুক্ষণ পর তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।
বাহারছড়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য হুমায়ুন কাদের বলেন, “নুরুল আমিন ভুট্টো অনেকদিন মালয়েশিয়ায় ছিলেন। দেশের আসার পর তাঁর সৎ মায়ের সাথে ঝগড়াঝাটি লেগেই থাকতো। বৃহস্পতিবার সন্ধ্যায় তুচ্ছ ঘটনায় তাঁদের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে ভুট্টো তাঁর সৎ মাকে ছুরিকাঘাত করলে সেখানেই তিনি মৃত্যু বরণ করেন।”
বাহাছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মশিউর রহমান বলেন, “স্থানীয় লোকজন ঘাতক ভুট্টোকে ধরে পুলিশের কাছে সোপর্দ করে। তাঁর মায়ের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।”
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-