টেকনাফে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

টেকনাফ প্রতিনিধি :

কক্সবাজারের টেকনাফে পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এর মধ্যে একজন রোহিঙ্গা শিশু বলে জানা গেছে।দুই শিশুর মরদেহ উদ্ধার করে টেকনাফ থানায় নিয়ে যাওয়া হয়।

নিহতরা হলেন- টেকনাফের মহেশখালিয়াপাড়া এলাকার শামসুল আলমের মেয়ে রিয়া মনি (১২) ও পশ্চিম সাতঘরিয়া পাড়ার মৃত মোহাম্মদ শুক্কর মেয়ে রোহিঙ্গা তাসলিমা (১২)।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে তিনটার দিকে টেকনাফের পশ্চিম সাতঘরিয়া পাড়া ঘোল পুকুর গোসল করতে গিয়ে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় পুকুর থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করে টেকনাফ মডেল থানায় নিয়ে আসা হয়।

এ ব্যাপারে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ওসমান গনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুই শিশুর মরদেহ উদ্ধার করেছি।

আরও খবর