টেকনাফ প্রতিনিধি :
টেকনাফে অজ্ঞাত সন্ত্রাসীর ছুরিকাঘাতে রোহিঙ্গা যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার সকাল ১০ টার দিকে টেকনাফের নয়াপাড়া রেজিস্ট্রার্ড ক্যাম্পে এই রোহিঙ্গাকে ছুরিকাঘাত করা হয়। কক্সবাজার সদর হাসপাতালের নেয়ার পথে মৃত্যু বরণ করে বলে জানিয়েছেন টেকনাফ থানার ওসি মুহাম্মদ ওসমান গনি।
নিহত যুবক নূর মোহাম্মদ (৩০) নয়াপাড়া ক্যাম্পের ডি ব্লকের বাসিন্দা।
ওসি মুহাম্মদ ওসমান গণি জানিয়েছেন, সকালে নূর মোহাম্মদ নিজ বাসায় যাওয়ার পথে ডি ব্লক সংলগ্ন পানির ট্যাংকি এর সামনে অজ্ঞাত সন্ত্রাসী ছুরিকাঘাত করে পালিয়ে যায়। আশেপাশের লোকজন ওই যুবককে উদ্ধার করে ক্যাম্প সংলগ্ন আইপিডি হাসপাতালে নিয়ে যায়। আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে রেফার্ড করে। কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পথের মাঝে মৃত্যু হয়। মরদেহ ময়না তদন্তের কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-