রোহিঙ্গা ক্যাম্পে ছুরিকাঘাতে যুবক খুন!

নিজস্ব প্রতিবেদক :

কক্সবাজারের উখিয়ার জামতলী রোহিঙ্গা ক্যাম্পে ছুরিকাঘাতে এক রোহিঙ্গাকে খুন করেছে বলে অভিযোগ উঠেছে।

নিহত রোহিঙ্গা হলো বাদশা মিয়া (৩৮)। সে উখিয়ার জামতলী রোহিঙ্গা ক্যাম্পে বাসিন্দা সিরাজুল মিয়ার ছেলে।

নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে উখিয়া থানার ওসি শামীম হোসেন জানিয়েছেন।

শনিবার (১৭ ফেব্রুয়ারি) রাতে উখিয়ার জামতলী রোহিঙ্গা ক্যাম্পের সি-৩ ব্লকে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

এ ব্যাপারে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হোসেন বলেন, অজ্ঞাতনামা ৪/৫ জন রোহিঙ্গা সন্ত্রাসী মিলে এক রোহিঙ্গাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে এমএসএফ হাসাপাতালে নিয়ে আসা হয়। সেখানে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও খবর