সংবাদ বিজ্ঞপ্তি :
সাংবাদিক সংসদ, কক্সবাজার এর দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। একই সাথে অনুষ্ঠিত হয়েছে সংগঠনের সাধারন সভাও। এই নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন এম. এ আজিজ রাসেল এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বলরাম দাশ অনুপম।
শুক্রবার (১৬ ফেব্রুয়ারী) বিকেলে সাংবাদিক সংসদ, কক্সবাজার এর অস্থায়ী কার্যালয়ে সংগঠনের সহ সভাপতি ও নির্বাচন পরিচালনায় গঠিত কমিটির সদস্য এসএম ছৈয়দ উল্লাহ আজাদের সভাপতিত্বে এবং সহ সভাপতি আমান উল্লাহ আমানের পরিচালনায় অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে সংগঠনের কার্যকরী কমিটি এবং সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য-২০১০ সালে তরুণ সাংবাদিকদের নিয়ে গঠিত এই সাংবাদিক সংসদ পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি নানা ধরনের সামাজিক কার্যক্রমও পরিচালনা করে আসছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-