সেন্টমার্টিনগামী জাহাজে চলছে অতিরিক্ত যাত্রী বহন: একলাখ ৩০ হাজার টাকা জরিমানা

ইমরান আল মাহমুদ, কক্সবাজার জার্নাল :

কক্সবাজারের টেকনাফ ও উখিয়ার ইনানী ঘাট থেকে সেন্টমার্টিনগামী জাহাজে অতিরিক্ত যাত্রী বহনের অভিযোগ নিত্তনৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। নানা সময় পর্যটকদের অভিযোগ থাকলেও মেলেনি কোনো প্রতিকার। অবশেষে টনক নড়েছে প্রশাসনের।

শনিবার(১৭ ফেব্রুয়ারি) সকালে উখিয়ার ইনানী জেটি ঘাটে মোবাইল কোর্ট পরিচালনা করে সেন্টমার্টিনগামী দুটি জাহাজকে জরিমানার আওতায় এনেছে প্রশাসন। উপজেলা সহকারী কমিশনার(ভূমি) সালেহ আহমদ অভিযানের নেতৃত্ব দেন।

তিনি জানান,”অতিরিক্ত যাত্রী বহনের দায়ে সেন্টমার্টিনগামী কর্ণফুলী এক্সপ্রেস ও এমভি বার আউলিয়া নামের দুটি জাহাজকে দুটি মামলায় জরিমানার আওতায় আনা হয়। কর্ণফুলী এক্সপ্রেস থেকে ৩০হাজার টাকা ও এমভি বার আউলিয়া থেকে ১লাখ টাকা জরিমানা আদায় করে অতিরিক্ত যাত্রী বহন না করার জন্য কঠোর নির্দেশনা প্রদান করা হয়।”

অভিযানে সহযোগিতা করেন ইনানী পুলিশ ফাঁড়ির দায়িত্বরত পুলিশ ও বীচকর্মীরা।

আরও খবর