কক্সবাজার জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে স্বস্তি: অবাধ্য অফিস সহায়ক বদলী

নিজস্ব প্রতিবেদক :

কক্সবাজার সদর উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের অফিস সহায়ক মোঃ খোরশেদ আলম কে শেষ পর্যন্ত চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় বদলী করা হয়েছে।

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, চট্টগ্রাম সার্কেল কুমিল্লার এক অফিস আদেশে মোঃ খোরশেদ আলমকে আগামী ১৯ ফেব্রুয়ারির মধ্যে বদলিকৃত স্থানে যোগদান করতে নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় ২০ ফেব্রুয়ারি থেকে তাৎক্ষণিকভাবে অব্যাহতিপ্রাপ্ত হিসেবে গণ্য করা হবে বলে ঐ অফিস আদেশে উল্লেখ করা হয়।

উল্লেখ্য, কক্সবাজার সদর উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের অফিস সহায়ক ( মূল পদ নৈশপ্রহরী) মোঃ খোরশেদ আলমের বিরুদ্ধে কর্মস্থলে অনুপস্থিত থাকা,প্রকৌশলীদের সঙ্গে দুর্ব্যবহার, অফিস আদেশকে অবজ্ঞা করাসহ নানা অভিযোগ ২ টি বস্তুনিষ্ঠ সংবাদ দৈনিক বাঁকখালী সহ কক্সবাজারের বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হয়েছিলো। তার উদ্ধত আচরণে অতিষ্ঠ হয়ে ভুক্তভোগী প্রকৌশলীগণ এক পর্যায়ে তাকে বরখাস্ত করার দাবিতে প্রধান প্রকৌশলী বরাবর স্মারকলিপি প্রদান করেন।

এসব কারণে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী তার বিষয়ে তদন্ত করার জন্য চট্টগ্রাম সার্কেলের তত্বাবধায়ক প্রকৌশলীকে নির্দেশনা প্রদান করেছিলেন। এরই প্রেক্ষিতে শাস্তিমূলক প্রশাসনিক ব্যবস্থা হিসেবে তাকে ফটিকছড়ি বদলি করা হয়।

এদিকে তার বদলিতে কক্সবাজার জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে কর্মরত প্রকৌশলী ও কর্মচারীদের মধ্যে স্বস্তি নেমে এসেছে । প্রকৌশলীগণ এ বদলিতে সন্তোষ প্রকাশ করেছেন।

আরও খবর