উখিয়ায় ফ্রি মোটর ড্রাইভিং প্রশিক্ষণ দিচ্ছে নিশা টেকনিক্যাল ইন্সটিটিউট

নিজস্ব প্রতিবেদক :

মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতিশ্রুত কর্মমুখী শিক্ষা ও দারিদ্রমুক্ত স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের প্রয়াসের অংশ হিসেবে কক্সবাজারে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীন এটুআই প্রকল্পের আওতায় তিন মাস ব্যাপী ফ্রী মোটর ড্রাইভিং লেভেল-৩ প্রশিক্ষণ কোর্স শুরু হয়েছে৷

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এবং এনএসডিএ এর অনুমোদন প্রাপ্ত প্রতিষ্ঠান নিশা টেকনিক্যাল ইনস্টিটিউটের ব্যবস্থাপনায় এটুআই এর তত্ত্বাবধায়নে পরিচালিত এ কোর্সের সহযোগিতায় রয়েছে আইএলও ও গ্লোবাল এ্যাফেয়ারস কানাডা।

তারই ধারাবাহিকতায় ১৪ ফেব্রুয়ারী (বুধবার) উখিয়ার কোটবাজার দক্ষিণ স্টেশনের হাজী নজু মিয়া মার্কেটে নিশা টেকনিক্যাল ইনস্টিটিউট কার্যালয়ে মো. ইব্রাহিমের সঞ্চালনায় ইনস্টিটিউট-এর চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা পরিচালক হেলাল উদ্দিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মোয়াজ্জেম হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার এটুআই এর প্রোগ্রাম কো-অর্ডিনেটর রোজিনা আক্তার, নিশা ইনস্টিটিউট এর স্পোকেন ইংলিশ ও কিডস্ ইংলিশ শাখার ইংরেজি ভাষা প্রশিক্ষক মো. গিয়াস উদ্দিন।

প্রধান অতিথির বক্তব্যে যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মোয়াজ্জেম হোসেন বলেন, বেকার যুবকদের কর্মসংস্থান নিশ্চিত করতে দৃঢ় প্রতিজ্ঞা বদ্ধ বাংলাদেশ সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি উপজেলা থেকে বেকার যুবকদের দক্ষ হিসেবে গড়ে তোলার যে নির্দেশনা দিয়েছেন সেটি বাস্তবায়নে কাজ করে যাচ্ছে নিশা ইনস্টিটিউট। এ ইনস্টিটিউট প্রশিক্ষণ নিয়ে অনেক বেকার যুবক যেমন পাড়ি জমিয়েছেন বিদেশে, তেমনি দেশীয় চাকরি কিংবা উদ্যোক্তা হয়ে স্বাবলম্বী হয়েছেন অনেকেই। এই দক্ষ যুব সমাজের হাত ধরে অচিরেই উখিয়া বেকারমুক্ত, দারিদ্রমুক্ত একটি সুন্দর উপজেলা হিসেবে প্রতিষ্ঠা লাভ করবে বলে বিশ্বাস করে উপজেলাবাসী।

এসময় বিশেষ অতিথির বক্তব্যে আয়োজকদের ধন্যবাদ জানিয়ে এটুআই এর প্রোগ্রাম কো-অর্ডিনেটর রোজিনা আক্তার কোর্স শেষে কৃতকার্য প্রশিক্ষণার্থীদের চাকরির ব্যাপারে শতভাগ অব্যাহত রাখবেন বলে আশ্বস্ত করেন এবং তিনমাস ব্যাপি প্রশিক্ষণকালে নিষ্ঠা ও আন্তরিকতার সাথে অংশ নেয়ার জন্য প্রশিক্ষণার্থীদের পরামর্শ দেন।

স্পোকেন ইংলিশ ও কিডস্ ইংলিশ শাখার ইংরেজি ভাষা প্রশিক্ষক মো. গিয়াস উদ্দিন সততা, শালীনতা, ও চারিত্রিক দৃঢ়তা বজায় রেখে কোর্সের নির্ধারিত পাঠে মনোযোগ দেয়ার জন্য পরামর্শ দেন এবং নিশা টেকনিক্যাল ইনস্টিটিউট কর্তৃক পরিচালিত অন্যান্য কোর্স/ট্রেড সম্পর্কেও উপস্থিত সকলকে ধারণা দেন।

নিশা টেকনিক্যাল ইনস্টিটিউট এর চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা পরিচালক হেলাল উদ্দিন জানান, বিভিন্ন কারিগরি কাজে যুক্ত হওয়া থেকে শুরু করে বিদেশ যাওয়া পর্যন্ত নানা বিষয়ে হাতে কলমে প্রশিক্ষণের এক বিশাল ক্ষেত্র হিসেবে ইতিমধ্যেই সুনাম অর্জন করেছে নিশা টেকনিক্যাল ইনস্টিটিউট।

এখানে রয়েছে কম্পিউটার অপারেশন এন্ড অফিস অ্যাপ্লিকেশন, স্পোকেন ইংলিশ, কিডস্ ইংলিশ, গ্রাফিক্স ডিজাইন ফর ফ্রিল্যান্সিং, ডিজিটাল মার্কেটিং ফর ফ্রিল্যান্সিং, ইলেকট্রনিক্যাল হাউজ ওয়ারিং,টেইলারিং ব্লক বাটিক এন্ড ড্রেস মেকিং প্রশিক্ষণ।

নিশা টেকনিক্যাল ইনস্টিটিউট থেকে প্রশিক্ষণ নিয়ে প্রশিক্ষণার্থীদের থাকতে হয় না পরিবারের বোঝা হয়ে। প্রশিক্ষণের পর চাকরি পেয়ে আত্মনির্ভশীল হয়ে পরিবারের জন্য আশির্বাদ হয়ে দাড়াতে পারবেন তারা।

উল্লেখ্য, তিন মাস ব্যাপী ফ্রী মোটর ড্রাইভিং লেভেল- ৩ এ প্রতি শিফটে ২০ জন করে প্রশিক্ষণার্থী নিয়ে দুই শিফটে মোট ৪০ জনের প্রশিক্ষণ হবে।

আরও খবর