উখিয়ায় অবৈধ কাঠ ও ঝিনুক-শামুক বোঝাই দু’টি গাড়ি জব্দ!

কক্সবাজার জার্নাল রিপোর্ট :


উখিয়ায় গভীররাতে বনের কাঠ পাচার যেনো থামছেনা। বনবিভাগের অভিযানে প্রতিনিয়ত কাঠ জব্দ করা হলেও কৌশল পরিবর্তন করে পাচার করা হচ্ছে বনের কাঠ।

কক্সবাজার দক্ষিণ বনবিভাগের ইনানী রেঞ্জের জালিয়াপালং বিটের অভিযানে বনের কাঠ বোঝাই একটি গাড়ি জব্দ করা হয়েছে। কক্সবাজার দক্ষিণ বিভাগীয় বন কর্মকর্তার নির্দেশে সিপিজি ও স্টাফদের সহযোগিতায় পরিচালিত অভিযানের নেতৃত্ব দেন জালিয়াপালং বিট কর্মকর্তা সোহেল হোসাইন।

জানা যায়, রাজাপালং বিটের বন থেকে পাচারের সময় ইতিপূর্বে কাঠ জব্দ করে বনবিভাগ। তবুও বিভিন্ন এলাকা থেকে দিনরাত কৌশলে পাচার করা হচ্ছে নানা প্রজাতির বনজ কাঠ।

জালিয়াপালং বিটের সোনাইছড়ি কাসেম মার্কেট এলাকায় মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে অভিযান পরিচালনা করে ১৫টুকরো আকাশমণি কাঠ জব্দ করা হয়। বনবিভাগের কর্মকর্তাদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি বলে জানান বিট কর্মকর্তা সোহেল হোসাইন।

একইদিন দুপুর ১২টার দিকে সোনারপাড়া বাজার এলাকায় অভিযান পরিচালনা করে সামুদ্রিক ঝিনুক ও শামুক বোঝাই পিক-আপ জব্দ করেছে জালিয়াপালং বিটের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও সিপিজি সদস্যরা। জব্দকৃত গাড়ি দুটি মালামাল সহ ইনানী রেঞ্জ কার্যালয় হেফাজতে রয়েছে বলে জানা যায়।

ইনানী রেঞ্জ কর্মকর্তা ফিরোজ আল আমিন বলেন,” জব্দকৃত গাড়ি সহ মালামাল রেঞ্জ কার্যালয় হেফাজতে রয়েছে। তথ্য সংগ্রহ করে জড়িতদের বিরুদ্ধে মামলা দায়ের প্রক্রিয়াধীন

আরও খবর