উখিয়ায় বনভূমিতে অবৈধ বিদ্যুৎ সংযোগ: অভিযানে ১০টি বিচ্ছিন্ন!

কক্সবাজার জার্নাল রিপোর্ট :


উখিয়ায় বনভূমিতে অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছে বনবিভাগ ও পল্লী বিদ্যুৎ সমিতি।

রবিবার(১১ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্পে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ১০টি অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

সূত্রে জানা যায়, বনবিভাগের বনভূমিতে বিদ্যুৎ দেওয়ার নিয়ম না থাকলেও আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ স্থাপন করে উখিয়া পল্লী বিদ্যুৎ। বিগতদিনে কয়েকটি অভিযান হলেও টনক নড়েনি পল্লী বিদ্যুৎ অফিসের।

অভিযান পরিচালনার সময় উখিয়া রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলম ও উখিয়া পল্লী বিদ্যুৎ অফিসের ডিজিএম কাইজার নুর উপস্থিত থেকে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেন।

উখিয়া রেঞ্জ কর্মকর্তা জানিয়েছেন,” রবিবার দুপুরে কুতুপালং লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্পের অভ্যন্তরে বনভূমিতে বসবাস করা স্থানীয়দের বসতঘরে অবৈধভাবে স্থাপন করা ১০টি বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। পরবর্তী আরও তথ্য পেলে সংযোগ বিচ্ছিন্ন করার জন্য পল্লী বিদ্যুৎ বরাবর আবেদন জমা দেওয়া হবে বলে জানান তিনি।”

অভিযানে দোছড়ি বিট কর্মকর্তা মো.সাজ্জাদুজ্জামান,থাইংখালী বিট কমকর্তা বিকাশ দাশ, উখিয়া সদর বিট কর্মকর্তা ইমদাদুল হাসান,ওয়ালাপালং বিট কর্মকর্তা আরাফাত মাহমুদসহ সংশ্লিষ্ট বিটের স্টাফ, পল্লী বিদ্যুৎ অফিসের স্টাফ এবং ১৪এপিবিএন পুলিশ উপস্থিত ছিলেন।

আরও খবর