নিজস্ব প্রতিবেদক :
বান্দরবানের লামায় অভিযান চালিয়ে ৩ কেজি ৬০০ গ্রাম আফিমসহ এক মাদক কারবারীকে আটক করেছে র্যাব-১৫। শনিবার রাতে লামা ইয়াংছা ছোটপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়।
রোববার (১১ ফেব্রুয়ারী) দুপুর ১২টায় এক সংবাদ সম্মেলনে র্যাব -১৫ এর কোম্পানি কমান্ডার মেজর সাইফুল ইসলাম এসব তথ্য জানান।
আটক ব্যাক্তির নাম হ্লামং মারমা(৩৮)। তিনি লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ইয়াংসা ছোটপাড়া এলাকার মংসাউ মারমার ছেলে।
মেজর সাইফুল ইসলামের দাবি, লামায় তাদের কাছে খবর আসে ইয়াংছা ছোটপাড়া এলাকায় এক ব্যক্তির বসতঘরে বিপুল পরিমাণ মাদক আফিম বিক্রয়ের উদ্দেশ্যে মজুদ রাখা হয়েছে। সে তথ্যের ভিত্তিতে শনিবার রাতে অভিযান চালিয়ে মাদক কারবারী হ্লামং মারমাকে আটক করতে সক্ষম হয় এবং তার বসতবাড়ির খাটের নিচ থেকে ৩ কেজি ৬০০ গ্রাম মাদক আফিম উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ৩ কোটি ৬০ লক্ষ টাকা বলেও জানান র্যাব।
র্যাব আরও দাবি করেন, হ্লামং মারমা একজন চিহ্নিত মাদককারবারী। প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে দীর্ঘদিন ধরে কৌশলে দেশের বিভিন্ন প্রান্তে আফিম পৌঁছে দেয়।
আটককৃত হ্লামং মারমা বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানায় র্যাবের এই কর্মকর্তা।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-