শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার বিকল্প নেই-সোহেল চৌধুরী

কক্সবাজার জার্নাল প্রতিবেদক:


শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার বিকল্প নেই। সুস্থ দেহে সুন্দর মন গড়তে খেলাধুলার প্রয়োজনীয়তা রয়েছে। খেলাধুলার মাধ্যমে বহুগুণে গুণান্বিত হওয়া যায়।

বৃহস্পতিবার(৮ ফেব্রুয়ারি) বিকেলে উখিয়া উপজেলার জালিয়াপালং সোনাইছড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের প্রথম পর্বের খেলায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সমাজ সেবক ইকবাল হোসেন সোহেল চৌধুরী।

তিনি আরও বলেন,”উখিয়া উপজেলায় সোনাইছড়ির এ মাঠটি সকলের কাছে পরিচিত। এখানে সবসময় সুন্দরভাবে টুর্নামেন্ট সম্পন্ন হয়ে আসছে। তারই ধারাবাহিকতায় এবছর গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এ অঞ্চলের খেলোয়াড়দের আরও বিকশিত করার উপযুক্ত ক্ষেত্র। এখান থেকে খেলোয়াড়রা নিজেদের প্রতিভা জানান দিবে। সবসময় টুর্নামেন্ট আয়োজনে আমার সহযোগিতা অব্যাহত থাকবে।”

খেলায় ঈদগাঁও ফুটবল একাদশ কে ৩-১ গোলে হারিয়ে জয়লাভ করে মরিচ্যা ফুটবল একাডেমি। দুইদলের গোলদাতাদের মাঝে নগদ অর্থ প্রদান করেন প্রধান অতিথি সোহেল চৌধুরী। টুর্নামেন্ট পরিচালনা কমিটির পক্ষ থেকে খেলায় আগত দর্শক ও অতিথিদের আলাদা আলাদা ব্যবস্থা রাখা হয়।

আরও খবর