বান্দরবান:
শান্ত একটি রাতের পরে আবারও মিয়ানমার থেকে গোলাগুলির শব্দ ভেসে আসেছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়নের সীমান্ত ঘেঁষা গ্রামে।
বুধবার (০৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার পর মিয়ানমারের ঢেকিবুনিয়া এলাকা থেকে কয়েক দফায় বিকট শব্দ শোনা গেছে।
গত রাত থেকে পরিস্থিতি কিছুটা শান্ত থাকলেও আজ সকাল সাড়ে ১০টার পর থেকে ঘুমধুমে থমথমে অবস্থা বিরাজ করছে। সেইসঙ্গে জনমনে ছড়াচ্ছে আতঙ্ক।
ঘুমধুমের স্থানীয় বাসিন্দা মো. জাফর বলেন, গত রাতে পরিস্থিতি শান্ত ছিল। রাতটা স্বস্তিতে কেটেছে।
কিন্তু আজ (বুধবার) সকাল সাড়ে ১০টার পর কয়েক দফায় মিয়ানমারের অভ্যন্তরে গোলাগুলির বিকট শব্দ ভেসে এসেছে।
ঘুমধুম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আজিজ বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, সীমান্ত এলাকার বাসিন্দাদের নিরাপদে সরে যেতে ইউনিয়ন পরিষদ কাজ করছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-