ক্যাম্পে ওয়ান শুটার ও রাইফেলের গুলি নিয়ে রোহিঙ্গা সন্ত্রাসী গ্রেফতার

কক্সবাজার প্রতিনিধি :


কক্সবাজারে আশ্রয় শিবির থেকে ওয়ান শুটার গান ও রাইফেলের গুলি নিয়ে এক রোহিঙ্গা সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে। ৫ ফেব্রুয়ারি ভোরে এই অভিযান চালায় ১৪ এপিবিএন।

১৪ এপিবিএন এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. আরেফিন জুয়েল বিষয়টি নিশ্চিত করেছেন।

এপিবিএন জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রোহিঙ্গা ক্যাম্প-১৭, মেইন-ব্লক-সি, সাব-ব্লক-এইচ/৭৬ থেকে মৃত বাহাদুরের পুত্র আবদুর রাজ্জাককে গ্রেফতার করা হয়। সে পুলিশ হেডকোয়ার্টার্সের তালিকাভুক্ত সন্ত্রাসী। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তাঁর কাছ থেকে ১টি ওয়ানশুটার গান ও ১ রাউন্ড রাইফেলের গুলি উদ্ধার করা হয়।

গ্রেফতার হওয়া সন্ত্রাসীকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। এ সংক্রান্তে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আরও খবর