কক্সবাজারে কলেজ প্রভাষকের আত্মহত্যা

কক্সবাজার প্রতিনিধি :

কক্সবাজারের মহেশখালী কলেজের সাবেক প্রভাষক শাকের উল্লাহ (৩৩) আত্মহত্যা করেছেন ।

শনিবার (৩ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৩ টায় নিজ বাড়িতে গলায় ফাঁস লাগিয়ে তিনি আত্মহত্যা করেন বলে জানায় স্থানীয় সূত্র।
পরে তাঁকে উদ্ধার করে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শাকের উল্লাহকে মৃত ঘোষণা করে। পারিবারিক কলহের জের ধরে আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

স্থানীয়রা জানায়, তিনি মহেশখালী কলেজে খণ্ডকালীন প্রভাষক হিসেবে বেশ কিছুদিন শিক্ষকতা করেন। এছাড়া কিছুদিন ধরে পারিবারিক কলহে ভুগছিলেন তিনি।

মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) সুকান্ত চক্রবর্তী জানান, ঘটনার খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তবে কি কারনে আত্মহত্যা করেছে তা এখনো জানা যায়নি। নিহত শাকের উল্লাহ উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের পূর্ব জাগিরাঘোনা এলাকার বাদশা মিয়ার পুত্র।

আরও খবর