গত ৩১ জানুয়ারি একটি অনলাইন ভিত্তিক সংবাদ মাধ্যম পালং টিভিতে প্রচারিত সরওয়ারের বিরুদ্ধে অভিযোগের পাহাড় শীর্ষক শিরোনামে প্রকাশিত সংবাদটি আমার দৃষ্টিগোচর হয়েছে। সংবাদে আমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা হাস্যকর, সম্পূর্ণ ভিত্তিহীন, মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত। একটি কুচক্রী মহল আমার দীর্ঘদিনের সুনাম নষ্ট করার জন্য উঠেপড়ে লেগেছে।
যার ফলে আমার রত্নাপালং মৌজার বিএস ৫৯৩৭ নং খতিয়ানের ৩০২৯ দাগের ০.৭০০ (সাত শতক) জায়গা রাতের আঁধারে স্থানীয় বিচার অমান্য করে দখল করে নিয়ে উল্টো আমার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের এবং ফেসবুকে অপপ্রচার চালিয়ে যাচ্ছে।
জমিটির খতিয়ান অনুযায়ী ২০২২ সাল থেকে আমি খাজনা দাখিল করে আসছি। তারা উক্ত জমি নিয়ে কথা তুললে ২নং রত্নাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল হুদার নিকট শালিসি বৈঠকের সিদ্ধান্ত হয়। কিন্তু তারা বৈঠকের কথা বলে রাতের আঁধারে সন্ত্রাসী বাহিনী নিয়ে জায়গা দখল করে ফেলে।
পরবর্তীতে চেয়ারম্যান নুরুল হুদা’র মধ্যস্থতায় উভয় পক্ষের সার্ভেয়ার দ্বারা জমিটি পরিমাপ হয়। পরবর্তীতে সার্ভেয়ারের পরিমাপের ফলাফল গত ৩১ জানুয়ারি (বুধবার) সন্ধায় চেয়ারম্যানের নিজ কার্যালয়ে বৈঠকের সিদ্ধান্ত হলেও তারা বৈঠকে না বসে এবং চেয়ারম্যানের বিচার অমান্য করে আমি আমার সহধর্মিণীর ডেলিভারি নিয়ে হাসপাতালে ব্যস্ত থাকার সুবাধে আমার অগোচরে জায়গা দখল করে মাটি ভরাট কাজ চালিয়ে গেছে। তারপরও তারা জোরপূর্বক জমি দখলে নিয়ে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার পায়তারা করে আমার বিরুদ্ধে মানহানিকর সংবাদ প্রকাশ করে যাচ্ছে।
আমি একজন সফল ব্যবসায়ী এবং দীর্ঘদিন সুনামের সাথে এলাকায় সামাজিক সহ নানা কাজে জনগণের সাথে সম্পৃক্ত হয়ে আছি। এমন মুহুর্তে আমার বিরুদ্ধে যে মানহানিকর সংবাদ প্রকাশ করা হয়েছে উক্ত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি ও উক্ত মিথ্যা ও ষড়যন্ত্রমূলক সংবাদ নিয়ে প্রশাসন, এলাকাবাসী ও সংশ্লিষ্ট কাউকে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। পাশাপাশি বিষয়টি সুষ্ঠু তদন্ত করে আমার জায়গা আমাকে বুঝিয়ে দেওয়ার জন্য প্রশাসনের প্রতি আকুল আবেদন জানাচ্ছি।
প্রতিবাদকারী
- সরওয়ার কামাল
- উখিয়া, কক্সবাজার
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-